সাতক্ষীরা সদরে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান
জাগোনড়াইল ডেক্স : সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে যুবদলের ছয়জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নবী সানার মার্কেটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের নমিনী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি জামায়াতের আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা, সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমীর মোঃ জাকির হোসাইন। এ সময় বক্তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থন অর্জনের মাধ্যমে জামায়াত জনগণের দুঃখ-দুর্দশা লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে বিএনপি ত্যাগ করা যুবদলের ছয় নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে মুহাদ্দিস আব্দুল খালেকের হাতে তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। বক্তারা তাদের স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, নতুনভাবে যুক্ত হওয়া নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুর ওয়ারেশ, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, সদর উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা সভাপতি ও হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জামায়াতের নেতাকর্মীরা জানান, নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নে সংগঠনের কার্যক্রম নতুন গতি পেল।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম