ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, রিফাত এন্টারপ্রাইজ বিসিআইসি সারের ডিলার। তিনি উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব ডিলার ও কৃষকের মাঝে সরকারি সার ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। কিন্তু তিনি উক্ত ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারের আমিরুলের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত আঞ্চলিক যান নসিমনে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় ধরা পড়েন।
সার নিয়ে যাওয়া নসিমন চালক টিটন হোসেন বলেন, মাহাবুবুর রহমানের বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশ নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন। এঘটনা জানাজানি হলে জরুরি অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। পরে
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় তার কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবে না। অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না। খবর পেয়ে সারের ডিলার মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রি হওয়া সার ফেরত আনা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, সার ব্যবস্থাপনা আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে নির্দিষ্ট এলাকার বাইরে কখনো সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম