ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় নতুন বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, 'বিএনপিকে শক্তিশালী করতে হলে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের নবায়ন করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম