রবিবার ১৭ আগস্ট, ২০২৫

তারেক রহমানের সঙ্গে বৈঠক, বিএনপি সরকারের পরিকল্পনা জানতে চায় বিদেশি কূটনীতিকরা

8 August, 2025 12:11:49
তারেক রহমানের সঙ্গে বৈঠক, বিএনপি সরকারের পরিকল্পনা জানতে চায় বিদেশি কূটনীতিকরা

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকারের বিষয়গুলো জানতে আগ্রহ দেখাচ্ছেন বিভিন্ন দেশের কূটনীতিক ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এ লক্ষ্যে সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকেরা লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারা, রাষ্ট্র সংস্কার ও বিএনপির ৩১ দফা কর্মসূচি।

জানা গেছে, বৈঠককারীদের মধ্যে ছিলেন কাতারের একজন মন্ত্রী, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ক্যাথরিন ওয়েস্ট, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডারসেক্রেটারি অব স্টেট, ব্রিটিশ কনজারভেটিভ দলের সাবেক গবেষণা পরিচালক রজ ক্যাম্পসেল, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এবং মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

বিশ্লেষকরা বলছেন, এইসব বৈঠক বিএনপি নেতাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি নির্বাচনের আগে বৈদেশিক সমর্থন নিশ্চিত করতে সহায়ক হবে।

তথ্য অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক মহল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে। এক জরিপ অনুযায়ী, তরুণদের ৩৮.৭৬ শতাংশ মনে করেন, বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাব্যতা রাখে।

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাম্প্রতিক বৈঠক বিভিন্ন গুজব ও বিভ্রান্তির অবসান ঘটিয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র আগেই জানিয়েছে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা। তারেক রহমানের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক সেই আগ্রহেরই প্রতিফলন।

বিএনপি এরই মধ্যে দেশের জনগণের সামনে রাষ্ট্র সংস্কার বিষয়ে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে। কূটনীতিকরা সেই পরিকল্পনা নিয়েও ব্যাপক আগ্রহ দেখিয়েছেন। বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারগুলো উঠে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আগ্রহ নতুন করে দলটির সম্ভাবনাকে সামনে নিয়ে আসছে। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক সরকার গঠনের প্রত্যাশা আন্তর্জাতিক মহলে বাড়ছে।

প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক) আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী সহকারী সম্পাদক : ফারহানা খানম মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা সহ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার
হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী,নড়াগাতী,কালিয়া, নড়াইল। gmail: manir79.narail@gmail.com মোবাইল : ০১৭১১১৩৬৭০৮

Developed by bditsupport