
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে প্রোটিয়াদের পক্ষে ৫৭ রান করেছেন ম্যাথু ব্রিটজকে। যদিও ব্যক্তিগত রানের দিক থেকে এটি তৃতীয় সর্বোচ্চ। তবে গুরুত্বের বিচারে পিছিয়ে নেই ব্রিটজকের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই তিনি পঞ্চাশোর্ধ রান করেছেন। একইসঙ্গে ব্যাট হাতে গড়েছেন একটি বিশ্বরেকর্ডও।
২০২৩ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ব্রিটজকের। তবে ওয়ানডেতে অভিষেকের জন্য তাকে আরও প্রায় দেড় বছর অপেক্ষা করতে হয়েছে। মাঝে টেস্ট ক্যারিয়ারও শুরু করেন ২৬ বছর বয়সী এই প্রোটিয়া ব্যাটার। তবে সবশেষে যে ফরম্যাটে পা রাখলেন, সেই ওয়ানডেতে ক্যারিয়ারের শুরুটা হয়েছে ব্রিটজকের জন্য স্বপ্নের মতো। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি নিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অভিষেক ম্যাচেই খেলেন রেকর্ডগড়া ১৫০ রানের ইনিংস। ব্রিটজকের পরবর্তী ওয়ানডেতে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ওই ম্যাচে তিনি ৮৩ রান করেন। এরপর আজ অজিদের বিপক্ষে নেমে এই উইকেটরক্ষক ব্যাটার করলেন ৫৭ রান। সবমিলিয়ে ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডে শেষে ব্রিটজকের রান ২৯০। যা ক্যারিয়ারের প্রথম তিন আন্তর্জাতিক ওয়ানডে শেষে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।এতদিন এই রেকর্ডটি দখলে ছিল ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক নাইটের। ১৯৯৬ সালে অভিষেক হওয়া এই ব্যাটার ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডে মিলে ২৬৪ রান করেছিলেন (যথাক্রমে ২৬, ১১৩* ও ১২৫)। এ ছাড়া এই তালিকার তিনে আছেন ব্রিটজকের জাতীয় দল সতীর্থ ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ডানহাতি এই ব্যাটার প্রথম তিন ওয়ানডেতে ২৫৯ রান (১১৩, ৪৮ ও ৯৮) করেন। এর বাইরে ইংল্যান্ডের অ্যালান লাম্ব ২৫২ ও আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ২৪৪ রান করেন ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে।