‘আল্পনা’ সিনেমা হল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া !
নড়াইলের কালিয়া উপজেলা শহরে অবস্থিত ‘আল্পনা’ সিনেমা হল এখন ‘কালিয়া উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পরিত্যক্ত সিনেমা হলটিতে সম্প্রতি এ নামে ব্যানার টানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়ার পরিত্যক্ত ‘আল্পনা’ সিনেমা হলে গত ২২ সেপ্টেম্বর মার্কাজ মসজিদের ব্যানার টানানো হয়েছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সিপিবি নড়াইল জেলা শাখার সভাপতি ও খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, মসজিদ হবে, তবে অধুনালুপ্ত সিনেমা হলে না করলে ভালো হত। কালিয়া উপজেলা শহরের অভ্যন্তরে সরকারি টাকায় নির্মিত হচ্ছে আধুনিক মডেল মসজিদ। ফলে ওই জায়গাটি সংরক্ষণ করা যেত।
আব্দুল মোতালেবসহ স্থানীয় অনেকে জানান, সিনেমা হলের ওইখানে তাবলিগী মার্কাজ মসজিদ না হয়ে অন্যত্র হলে ভালো হতো। ভবনটি বেশ পুরাতন।
এদিকে আব্দুর রহমান নামে একব্যক্তি বলেন, এই সিনেমা হলটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন সিনেমা হলে কেউ ছবি দেখতে আসেন না। তাই সিনেমা হল নতুন করে চালু করলেও দর্শক পাওয়া যাবে না। যে কারণে প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে নড়াইল শহরের চিত্রাবাণী ও সীমাখালী এলাকার একটি সিনেমা হল এবং লোহাগড়া উপজেলার সন্ধ্যা ও সেভেন স্টার সিনেমা হল বন্ধ রয়েছে। কালিয়ার আল্পনা সিনেমা হলের অবস্থা একই রকম।
ফোরকান আহমেদ, আব্দুল্লাহ শেখ, জহির উদ্দিন, আকবার মোল্যা, শিক্ষার্থী হালিমা খাতুন, জাইমা ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, নড়াইলের সব সিনেমা হল বন্ধ রয়েছে ১৫ থেকে ২০ বছর ধরে। সেইসব হল ভেঙ্গে মালিকপক্ষ মার্কেট করেছেন, ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। কেউ ভাড়া নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। তাতে কোনো সমস্যা হয়নি।
হঠাৎ করে কালিয়ার আল্পনা সিনেমা হলটিতে মসজিদ করায় কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। কেন মসজিদ করা হলো। অথচ, এটি তো দীর্ঘ ২০ বছর পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কেউ না কেউ কিছু করবেন, এটাই স্বাভাবিক।
যেমন, নড়াইলের আরো চারটি সিনেমা হল বিলুপ্ত হয়ে মার্কেট, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠা হয়েছে। এ অবস্থা শুধু নড়াইলে নয়, সারাদেশেই প্রায় একই চিত্র। সিনেমা হল প্রায় অচল হয়ে পড়েছে।
কারণ, প্রযুক্তির যুগে সবার হাতে হাতেই যেন সিনেমা হল রয়েছে। তাই সময় ও বাড়তি টাকা খরচ করে কেউ আর সিনেমা দেখতে চান না। যে কারণে পরিচালকরা পর্যন্ত সিনেমা, নাটকসহ বিনোদন কেন্দ্রীয় বিষয়গুলো ইউটিউব ছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভমুক্তি দিচ্ছেন। তাই পরিত্যক্ত সিনেমা হলে মসজিদের কার্যক্রম শুরু নিয়ে এতো হৈচৈ করার কিছু নেই। এটা নিছক কিছু গণমাধ্যমের অপকৌশল। জনসাধারণকে বিভ্রান্তিতে ফেলার অপচেষ্টা। দেশের ভাবমূর্তি ক্ষূন্নু করার অপকৌশল। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এই চক্রান্ত সাধারণ জনগণ, কোনো রাজনৈতিক দলসহ ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রায় ২০ বছর আগে ‘আল্পনা’ সিনেমা হল ছিল। সেটি এখন বন্ধ। তাবলিগের মাওলানা শহিদুল নামে একব্যক্তি এটি ইজারা নিয়েছেন।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম