জাগোনড়াইল ডেক্স :
নড়াইলে জুলাই অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহিদ সালাউদ্দিন-রবিউল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ, নড়াইলের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ টায় শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রাইজিং স্টার ও দূর্গাপুর স্পোর্টিং ক্লাব নামে দুইটি দল অংশ নেয়। খেলায় দূর্গাপুর স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঊষার আলো সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যা। সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. আল-আমিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মোহাম্মাদ মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জামিল কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. হেমায়েতুল হক হিমু, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বল ও এস এম ইরফানুল বারী উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও জুলাই আহত এস এম সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আহত পরিবারের সদস্য প্রভাষক সামিরা খানম, জুলাই আহত মাসুম, সাবেক বৈষম্যবিরোধী নেতা নুসরাত জাহান, আমিরুল ইসলাম রানা, রাশেদুল ইসলাম, শাহারুল আলম, সাদাব আলম প্রমুখ। ফুটবল ম্যাচের ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম ও কাজী নাইম রশিদ সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, "আমি প্রথমেই আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। আয়োজকরা আমাকে প্রস্তাব দিয়েছিল যে, তারা এই জুলাই-আগস্টে নড়াইল জেলার দুই শহিদের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায়। তখন আমি বলি এই মাসে তো এর চেয়ে ভালো আয়োজন আর হয়না৷" অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও পুরষ্কার বিতরণী শেষে শহিদ পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন,
"এই টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, নড়াইলের বুকে শহিদ সালাউদ্দিন সুমন ও শহিদ রবিউল ইসলাম লিমনের নামকে উচ্চকিত করা।
আমরা ঊষার আলো সূর্যসংঘ নানারকম সামাজিক কাজ করছি। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়ানুষ্ঠানসহ ইভটিজিং ও মাদক প্রতিরোধে কাজ করছি। নড়াইলের গোচর ও রেলস্টেশন এলাকায় মাঝেমধ্যে ইভটিজিংয়ের কিছু ঘটনা ঘটেছ। শহিদ সালাউদ্দিন ও রবিউলের এই নড়াইল থেকে এসব ইভটিজিংকারীদের শেকড় উচ্ছেদ করে দেয়া হবে।"
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম