পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা।
মো. তরিকুল ইসলাম শেখ
কালিয়ার নড়াগাতী'র ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ১ নং ওয়ার্ড পাখিমারা মন্দির ও বিভিন্ন দোকানপাটে, বাড়ি বাড়ি গিয়ে হিন্দু সম্প্রদায় যাতে, নির্বিঘ্নে সুরক্ষিত থেকে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
২৭শে সেপ্টেম্বর'২৫ (শনিবার) রাতে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সুযোগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কোবাদ শিকদার, এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা হক জোসনা মল্লিক, উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জনাব ইকবাল শিকদার, মোঃ ইবাদত শিকদার, পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ সেলিম মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের শিকদার, রাজিব সিকদার সভাপতি, পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল, সোহেল শরিফ, নিজাম সরদার, ইব্রাহিম মোল্লা, শওকত মোল্যা, হিরু মোল্লা, সহ অত্র হিন্দু সম্প্রদায়য়ের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক),আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) , উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী , সহকারী সম্পাদক : ফারহানা খানম, মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ, বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা,স হ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার। ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইলgmail:manir79.narail@gmail.com মোবাইল :০১৭১১১৩৬৭০৮
জাগো নড়াইল 24 ডট কম