
লিটন শিকদার
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁর ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বাবার চিকিৎসার বিস্তারিত জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চান।
জয় জানান, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শরীরে নানা জটিলতা দেখা দেয়। তিনি কথাবার্তায় সমস্যায় পড়তেন এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল। গত ৯ এপ্রিল ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরবর্তীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড ঝুঁকির কারণে অস্ত্রোপচার না করার পরামর্শ দিলে পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাঁকে লন্ডনে নেওয়া হয়।
সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, টিউমারটি মস্তিষ্কের গভীরে থাকায় পুরোপুরি অপসারণ সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চিকিৎসা শুরু হয়েছে।
আগামী ছয় সপ্তাহে পরপর ৩০টি সেশন—সপ্তাহে পাঁচ দিন করে রেডিয়েশন ও কেমোথেরাপি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর অন্তত চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। সবকিছু স্বাভাবিক থাকলে চিকিৎসকদের অনুমতি নিয়ে দেশে ফেরার আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জয় বলেন, “আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা জটিল ও ব্যয়বহুল হলেও আমরা তাঁর সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। দেশবাসীর কাছে বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।