এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে সন্দেহ, ‘লুকোচুরি করবেন না’ — রিজভী

এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে সন্দেহ, ‘লুকোচুরি করবেন না’ — রিজভী

স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। বিষয়টি স্বচ্ছ না হলে নানা প্রশ্ন গুঞ্জনের জন্ম হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার ( আগস্ট) সকালে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত এক পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

রিজভী বলেন, “এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গেছেনএটা তারা যেতেই পারেন, এতে আপত্তির কিছু নেই। কূটনীতিকদের সঙ্গে আলোচনাও হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এই সফর নিয়ে লুকোচুরি কেন? যদি কোনও পরিকল্পিত প্রোগ্রাম থাকে, সেটা জনসমক্ষে জানালেই তো হয়।

তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জনগণ তাদের কাছ থেকে স্বচ্ছতা প্রত্যাশা করে। আপনারা এমন কাজ করবেন না, যাতে মানুষ ষড়যন্ত্রের গন্ধ খোঁজে। যেকোনো কাজ প্রকাশ্যেই করুন, তাহলে কোনো প্রশ্ন থাকবে না।

এর আগে বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে, এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা হঠাৎ করে কক্সবাজার সফরে গিয়ে কার সঙ্গে সাক্ষাৎ করেছেন বা কী উদ্দেশ্যে সেখানে গেছেনতা নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে।