গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চিতলমারীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি – চিতলমারী, বাগেরহাট | ১১ আগস্ট সোমবার ২০২৫।
আজ সোমবার সকাল ১০টায় বাগেরহাট জেলার চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারকার্য সম্পন্ন করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি একরামুল হক মুন্সী, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি অরুন কুমার সরকার, সাংবাদিক পঙ্কজ কুমার মন্ডল, দৈনিক অগ্নিশিখা এর প্রতিনিধি শহিদুল হক টিপু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত মন্ডল, রূপসী বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক সকালের সময় এর উপজেলা প্রতিনিধি প্রিন্স মন্ডল অলিফ, আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাগর মন্ডল, চিতলমারী অন্তরালে পত্রিকার প্রতিনিধি তাঞ্জিল মুন্সী, রাজু মুন্সী ও প্রিন্স বিশ্বাস।
এ ছাড়া আরও অনেকে মানববন্ধনে অংশ নিয়ে এই জঘন্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানান।
জাগো নড়াইল 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য। এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: এস এম শরিফুজ্জামান (ক্রীড়া সংগঠক)। আইন উপদেষ্টা: এড.সোহেল রানা সিকদার ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট) উপদেষ্টা : মো: তরিকুল ইসলাম সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুজ্জামান চৌধুরী সহকারী সম্পাদক : ফারহানা খানম মফস্বল সম্পাদক :সিকদার রাসেল আহমেদ বার্তা সম্পাদক : মোঃ রাসেল মোল্লা সহ বার্তা সম্পাদক: মোঃ লিটন সিকদার
ঠিকানা : হেড অফিস: চৌধুরী বাড়ী মূলশ্রী, নড়াগাতী,কালিয়া,নড়াইল। gmail:manir79.narail@gmail.com মোবাইল : ০১৭১১১৩৬৭০৮